মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জে ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- রিপন চন্দ্র রায় (৩২), সহ-সভাপতি, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ
- আব্দুল ওহাব (২৪), যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ
- কামরুজ্জামান (২৫), প্রচার সম্পাদক, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ
- আবুল বাশার রানা (৪১), সহ-সভাপতি, ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগ
- আব্দুস ছগির (৫৪), সভাপতি, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ
- ফিরোজ কবির চৌধুরী প্রিন্স (৫২), যুগ্ম সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ
ওসি আব্দুল মতিন বলেন,
“আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”