লালমোহাম্মদ কিবরিয়া :
শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ী থানা পুলিশ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশের অভিযানে উপজেলার একাধিক স্থান থেকে ৫ জন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে পুলিশের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একাধিক এলাকায় নিষিদ্ধ মাদক, গরু, চিনি, প্রসাধনীসহ ভারতীয় পোশাক অবৈধভাবে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে পাচারে একটি সংঘবদ্ধ দল সক্রিয় এমন তথ্যে
গতকাল সোমবার রাতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশের অভিযানে আটক কৃতরা হলো, উপজেলার নন্নী পশ্চিম পাড়ার জবেদ আলীর পুত্র আব্দুর রহিম (২৮) নন্নী মধ্য বাজারের মৃত দুলাল দুলাল হোসেনের পুত্র শরিফুল ইসলাম শান্ত( ২৫) কদমতলি বাজারের শাহজালালের পুত্র সাইফুল ইসলাম পলাশ। এই ৩ জনের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে, মরিচপুরাণ ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা (৫৮), পিতা: আব্দুল জব্বারে পুত্র মোস্তফা ৫৮ কে আধাকেজি গাজাসহ আটক করা হয়।
অপর একটি অভিযানে কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ৭ বস্তা ভারতীয় চিনি সহ শামীম মিয়া নামে একজনকে আটক করা হয়। শামীম কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের আব্দুল গণির পুত্র।
শামীম মিয়া, বিশেষ ক্ষমতার ছত্রছায়ায়, দীর্ঘদিন ধরে চুরাকাবারির ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। শামীমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি করতেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান, অভিযানে আটক কৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।