মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৪ জন আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রবিউল ইসলাম।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, আওয়ামীলীগ কর্মী উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১), উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ রহিমের ছেলে ওয়াসিম (৪২), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮) এবং মানব পাচার মামলার পরোয়ানাভূক্ত আসামী পানবুড়ি গ্রামের রহমতুল্লা রহমতের ছেলে হেকমত আলী (৪৫)।
ওসি কে. এম রবিউল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪ জন আওয়ামীলীগ কর্মী এবং একজন মানব পাচার মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। বুধবার দুপুরে আটককৃতদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। #
প্রেরক : মো.মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:-১২/০২/২৫।