শাহজাহান আলী মনন,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্ট নামক অভিযানে নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শিকার হলেন মহিলালীগ নেত্রী ববি। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে শহরের বাবুপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এই নেত্রীকে গণ অভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। ববি সাবেক পৌর মেয়র ও পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।
জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামানিকের ছেলে নুর ইসলাম। তিনি গত ৪ আগস্ট সৈয়দপুর শহরে আসলে আওয়ামীলীগের মিছিল থেকে চালানো গুলিতে আহত হন। এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর ৬৩ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং ৪। এর প্রধান আসামী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তার নেতৃত্বেই ঘটনার দিন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়।
গত ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) এই মামলার দ্বিতীয় আসামী উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এস আই মেহেদী হাসান খান মারুফ, এস আই আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একইভাবে মহিলালীগ নেত্রী ববিকেও গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় হত্যাচেষ্টা মামলার আসামী মহিলালীগ নেত্রী ববিকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার বিকালে তাকে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহজাহান আলী মনন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি