মুক্তাগাছা প্রতিনিধি;
মুক্তাগাছা উপজেলা কৃষকলীগ নেতা মজনু খানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মুক্তাগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মজনু খান(৫৫)কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১৪ তারিখ-৩০/০৮/২০২৪ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসম ১৪৩ /৪৪৮/৫০০/৪৩৫/৪২৭ পেনাল কোড রয়েছে। বৃহস্পতিবার বিকালে র্যাব তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, মজনু খান মুক্তাগাছা উপজেলার ৫ নং বাঁশাটি ইউনিয়নের উত্তর গোয়ারী গ্রামের মৃত আঃ হালিম খান ছেলে। সে বিগত দিনে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর অর্থদাতা হিসেবে কাজ করতেন। এলাকায় সংখ্যালঘুদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিচারের দাবী এলাকাবাসী ও ভুক্তভোগীদের। বিভিন্ন সময়ে সে আওয়ামী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের দ্বায়িত্ব পালন করেছেন।
প্রবণতা
- বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
- পারিবারিক কলহে নারীর ফাঁস দিয়ে আত্মহত্যা
- অসদুপায় অবলম্বনে সহযোগিতা, কেন্দ্রসচিবসহ ২১ শিক্ষককে অব্যাহতি
- সামাজিক সংগঠন লেটস ক্রিয়েট এর যুগ পূর্তি
- পাঁচবিবিতে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত-১
- লংগদুতে শিশু ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক
- মহেশপুরে বিজিবির অভিযানে মদ-ফেনসিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার
- শেরপুর ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ অটোরিক্সা জব্দ