সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :
বাউফলে বিশেষ অভিযান অপারশেন ডেভিল হান্ট পরিচালনায় করে সাবেক পৌর কাউন্সলির, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাত্রলীগরে এক নেতাকে গ্রেফতার করেছে পুলশি।
বৃহস্পতবিার (২০ ফেব্রুয়ারী) রাত ১২টা র্পযন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলির ও পৌর যুবলীগ নেতা বেল্লাল হোসনে, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক ও ১নং ওর্য়াডরে ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং র্সূযমনি ইউনিয়নের ১নং ওর্য়াড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান ব্যাপারী।
পুলিশ জানায়, ২০২২ সালে বাউফল সদর ইউনয়িন স্বেচ্ছাসেবক দলরে এক সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৩ সালেন ২৪ আগস্ট উপজলো স্বেচ্ছাসেবক দলরে আহ্বায়ক খললিুর রহমান বাউফল থানায় মামলা করেন। মামলার তদন্তে গ্রেফতার ব্যাক্তিদের সংশ্লষ্টিতা পাওয়া যায়।
বাউফল থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি ) মো. কামাল হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদরে আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে নির্দেশনায় বিশেষ অভিযান চলমান থাকবে।