দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে অপারশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
গতসোমবার গভীর রাতে উপজেলার গাবতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করা হয়। ধৃত মারুফ দ:মুরাদিয়া গ্রামের বাসিন্দা মালেক হাওলাদারের ছেলে এবং সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ধৃত মারুফকে উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুর সাড়ে ১২টায় কোর্টে চালান দেয়া হয়েছে।