জুলাই ২৪ পরবর্তী নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই আরাফাত রহমান ফাহিমকে (২১) গত ১৮ ফেব্রুয়ারী দিনগত রাতে ভোলার লালমোহন উপজেলার ইসলামিয়া কামিল মাদ্রাসায় মাহফিল চলাকালিন অবস্থায় জনসম্মুখ থেকে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।
ফাহিমের পরিবার এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ফাহিম আওয়ামী সমর্থিত রাজনৈতিক পরিবারের হলেও সে কখনো কোনো অনৈতিক কর্মকান্ড ও সহিংসতার সাথে জড়িত ছিল না। তবে অনেকে মনে করেন, তার বড়ভাই আবিদুর রহমান আকিব ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে এবং আসামি উপজেলা ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রলীগের সাবেক সদস্য হওয়ায় উপযুক্ত কোনো সাক্ষ-প্রমান ছাড়াই গ্রেফতার করা হয়। তার পরিবার এই মামলার সুস্থ তদন্ত ও একটি স্বচ্ছ রায় দাবি করছে।
নির্ভরযোগ্য সুত্র থেকে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনে হত্যাকান্ড ও সহিংসতা সংক্রান্ত মামলায় ভোলা ৩ আসনের সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রধান আসামি করে তার সহকারীসহ ভোলা আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ সর্বমোট ৫৫ জনকে এবং বাকিদেরকে অজ্ঞাতনামা আসামি দিয়ে ১৫৪ নং ধারা অনুযায়ী অধীনে ভোলার লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে লালমোহন উপজেলা ইসলামিয়া কামিল মাদ্রাসার সদ্য আলেম পাসকৃত ও কবি নজরুল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী ফাহিমকে গ্রেফতার করা হয়।
