শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালানোর চেষ্টাকালে ধরা পড়েছেন মো. তানিম (১৯) নামে এক হাজতি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার জন্ম দেয়।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কারাগারের একটি কর্নার দিয়ে ১৮ ফুট উঁচু দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ১০ ও ২৮ সেকেন্ডের দুটি খণ্ডচিত্রে ভাইরাল হয়েছে।
তানিম জেলার সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের মনপুর গ্রামের মজিব শেখের ছেলে। গতকাল মঙ্গলবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা যায়, জেল সুপারের বাসার পাশের একটি কর্নার দিয়ে দেয়ালে ওঠে তানিম। তবে তাৎক্ষণিকভাবে কারা পুলিশ বিষয়টি নজরে এনে দুই দিক থেকে ঘিরে ফেলে তাকে আটক করে। পরে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, “হাজতি তানিম মানসিকভাবে অসুস্থ। সে দেয়ালে উঠে পড়লেও পালাতে পারেনি। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করি।”
ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারির বিষয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, এমন ঘটনায় কারাগার কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে হবে।