ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীননগরে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ । গত সোমবার রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা ফকির বাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), চুনারুঘাট বাজারের আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) এবং সুন্দরপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে র্যাব-৯। পরে তাদের ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া।
আতাউর রহমান কাওছার