লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে যৌথবাহিনীর গোপন অভিযানে ইয়াবাসহ ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী সুভাষ (৩৫)। শুক্রবার (২৩ মে) রাতভর অভিযান চালিয়ে পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রাম থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
শনিবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটক সুভাষের বিরুদ্ধে হত্যা, নাশকতা ও মাদকসহ চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি মৃত ফজল মেম্বার ওরফে ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ দীর্ঘদিন ধরে যমুনা নদীতে নৌ-ডাকাতি, অবৈধ বালু ব্যবসা ও মাদক কারবারে জড়িত। রাজনৈতিক সহিংসতার সময় গুলি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি নদীপথে সক্রিয় হয়ে একটি স্পিডবোট ব্যবহার করছিল, যা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর লে. শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে অভিযানে সুভাষের বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
ওসি রাশেদুল ইসলাম জানান, “সুভাষের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।”