মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে পৌর এলাকার নাঙ্গুলী গ্রামে অভিযান চালিয়ে ইতি আক্তার রঞ্জু (৩০) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ইতি আক্তার রঞ্জু নাঙ্গুলী গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরে আলম হাওলাদারের মেয়ে।
নলছিটি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—রঞ্জুর নিজ বাড়িতে মাদক বিক্রি চলছে। এরপর রাত আনুমানিক ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী মিরাজ মাঝি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক সংশ্লিষ্ট অভিযোগ উঠেছিল।