মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকস দল মানকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কৌশলে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো বস্তা থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-৬ এর একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ১৭ লক্ষ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র্যাব সর্বদা তৎপর। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে র্যাবের সাম্প্রতিক এসব অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।