বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে বেলাল ও নরেশ নামের দুই ব্যক্তির বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আমাষু চন্দ্র রায় নামে এক ব্যক্তি। বুধবার (১৪ মে) বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুনীবাড়ী মাঝাপাড়া গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন প্রতারনার শিকার ওই পরিবার। এসময় বক্তৃতা দেন ভুক্তভোগী আমাষু চন্দ্র রায়, তার স্ত্রী দয়া রানী, তার ছেলে লোকনাথ রায় ও ছেলের বউ মমিতা রানী প্রমূখ।
আমাষু জানান, ১০ জুলাই ২০২৪ তারিখে নরেশ টাকা নেয়ার জন্য আমাষুর ছেলে লোকনাথকে তার বাড়িতে ডাকেন। আমাষু, তার স্ত্রী ও ছেলে লোকনাথকে নিয়ে নরেশের বাড়িতে গিয়ে টাকা চাইলে নরেশ,নরেশের ছেলে,বৌ, তার মেয়ে ও মেয়ে জামাই দীপঙ্কর আমাষুকে টাকা না দিয়ে উল্টো তাদের গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। তারা আমাষুসহ তার ছেলে আর আমাষুর বৌকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
আমাষু দাবি করেন, এখন নরেশ ও বেলাল সহ তাদের সহযোগীরা আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এলাকা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। নাহলে তারা আমাকে ও আমার পরিবারকে জানে মেরে ফেলবে।
এমন প্রতারণার ঘটনা কেবল তাদের সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গে ঘটেছে বলে জানান আমাষুর পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলন শেষে কচুয়া চৌরঙ্গী বাজারে বেলাল ও নরেশের বিচারের চেয়ে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ বিষয়ে অভিযুক্ত বেলাল ও নরেশের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরে নি।