দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার দেশীয় জাল নোট ও ভারতীয় রুপিসহ এক জালিয়াতকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা মৃত দেবেন্দ্র মল্লিক।
বৃহস্পতিবার (২২ মে) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম)।
গোয়ালঘরের খড়ের নিচে জাল টাকার আস্তানা
গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির গোয়ালঘরের খড়ের নিচ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট।
উদ্ধারকৃত মালামাল:
- দেশীয় জাল টাকা: ২,৭৭,২০০ টাকা
- ভারতীয় জাল রুপি: ৩,৯০০ রুপি
- নোটের বিভাজন:
- ১০০০ টাকার নোট: ১৫৫টি
- ৫০০ টাকার: ২০০টি
- ২০০ টাকার: ১১১টি
- ভারতীয় ৫০০ রুপি: ৫টি
- ভারতীয় ২০০ রুপি: ৭টি
- অতিরিক্ত: ১টি বাটন মোবাইল (সিম্ফনি এল৪৬), ১২টি কাগজের খাকি খাম
ঈদকে সামনে রেখে জাল টাকার পরিকল্পনা
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে যুক্ত এবং কোরবানির হাটে ছাড়ার উদ্দেশ্যে এই জাল টাকা নিয়ে এসেছিল।
পূর্বেও জাল টাকার মামলায় গ্রেপ্তার
তিনি আরও জানান, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল থেকে র্যাব কর্তৃক প্রায় ৭০ লাখ টাকার জাল টাকা এবং ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হয়েছিল এই ব্যক্তি।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)(বি) ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।