কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রুবেল মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ইকোরিকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৭ মার্চ) দুপুরে কাপড় ধোয়ার সাবান পাউডার নিয়ে আসার জন্য দোকানে যাওয়ার মুহুর্তে পথিমধ্যে ধর্ষক রুবেল মিয়া শিশু কিশোরীকে পাশে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা করে এ সময় মেয়েটি চিৎকার করে দৌড়ে পালিয়ে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করিলে এলাকাবাসী ঘটনাটি থানা পুলিশকে জানায়। পরে থানার অফিসার ইনচার্জ মহম্মদ বারিক এর নির্দেশে অভিযুক্ত রুবেল মিয়া কে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহম্মদ বারিক পিপিএম জানান,ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলার রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।