মারুফ সরকার, প্রতিবেদক :
সিরাজগঞ্জে সম্পত্তির জন্য আপন ভাইস্তা ভাস্তিকে মারলেন চাচাসহ তার পরিবার । সিরাজগঞ্জ পৌরসভার সয়া গোবিন্দ এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোছা: তাজমহল সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মা তিন ছেলে মেয়েসহ চারজন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ মার্চ মোছা: তাজমহলকে মারধর করেন মোঃ বেলাল হোসেন, মোছা: সুমাইয়া পারভীন ঊষা, মোছা: রেহানা আক্তার রেণু ও মোছা: সুরাইয়া পারভিন তিশাসহ অজ্ঞাত কয়েকজন। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে আমাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছেলেরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে। এ সময় আমার মেয়ে ফাতেমা পারভীন হিমু সেখানে গেলে তাকেও প্রচুর মারধর করে। তারা আমার পরিবারকে কোনভাবেই ছাড়বে না।
তিনি আরো অভিযোগ করেন, বিবাদী পক্ষের টাকা বেশি হওয়ায় এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা গরীব মানুষ। আমাদের টাকা নেই তাই বলে কি আমরা বিচার পাব না। আমার মেয়েকে তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলো। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা কি ন্যায়বিচার পাব না।
এ সময় মনের আক্ষেপ প্রকাশ করে বলেন, তারা একটু প্রভাবশালী তাই বলে কি যা খুশি তাই করবে। আইন তো সবার জন্য সমান। আমি পুলিশের উদ্দেশ্যে বলছি, আপনারা এটার বিচার করুন।
তিনি আরো অভিযোগ করেন বাদী বেলাল হোসেন সাবেক মেয়র এর পিএস ছিলেন সেই জোরে অবৈধ অর্থ সম্পদ অর্জন এবং ভাই বোনের জায়গা সম্পত্তি সুষ্ঠু বন্টন না করিয়া জোর দখল করিয়া নিজ বড় বোনের জায়গা দখল করিয়ে নেয়। এটি নিয়ে প্রতিবাদ করতে গেলে তার নিজ বড় ভাইয়ের ছেলের নামে নিজের ছোট মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা দেয়, মামলা মিথ্যে প্রমাণিত হলে তার ছোট মেয়ে ঊষার জেল হয়