নিজস্ব প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের ঢালার পাড় এলাকায় মো. মোজাম্মেল মিয়ার বাড়িতে জসিম মিয়া(৪৫) এর নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশিয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। জানা যায় জসিমের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি মো. মোজাম্মেল এর বসত ঘরে প্রবেশ করে যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে তার বিধবা মাকে রড দিয়ে সারা শরীরে আঘাত করে এবং দুই ভাইকে মারাত্মক আঘাত করে। একই সময় জসিমের নেতৃত্বে আসা সংঘবদ্ধ দলটি বসত ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, আসবাবপত্র, টিনের বেড়া ও ঘরের চালসহ সব কিছু খুলে লুট করে নিয়ে যায়। এ নির্মম হামলার ঘটনাটি ঘটে ২৪ মার্চ ভোর ছয়টায়।
এ ঘটনায় মোজাম্মেলের মা ও তার দুই ভাই করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা সম্পর্কে এলাকাবাসী জানান সকালে ঘুমের মধ্যে হঠাৎ বাড়ি ঘর ভাঙ্গার শব্দ শুনে মোজাম্মেলের বাড়ি এসে দেখতে পান জসিম ও তার দলবল মিলে মোজাম্মেল বাড়ি ঘর ভাংচুর করে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী মোজাম্মেল।
প্রবণতা
- মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
- সিলেটের হরিপুরে সেনাবাহিনীর অভিযানে আটক ৫, অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সিংগাইরে ব্যাপক জনপ্রিয় পাড়া-মহল্লায় ‘মাংস সমিতি’
- জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ইউরোপ সফর
- ঈদযাত্রায় গৌরীপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
- তারেক রহমান লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন, কমিউনিটির সঙ্গে কুশল বিনিময়
- নেত্রকোণার মদনে ছাত্রদল সভাপতি কে সাংগঠনিক কার্যক্রম হতে অব্যাহতি