মোঃ গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১৬ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি ইলেকট্রনিক অনলাইন প্রতারক চক্র। এ ঘটনায় পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনদিনে খালি হলো ব্যাংক হিসাব
প্রতারিত ব্যাংক কর্মকর্তা ফারিয়া ইয়াসমিন (৩১) ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং তাহেরপুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। গত ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে তাঁর ব্যাংক হিসাব থেকে কৌশলে কেটে নেওয়া হয় মোট ১৬ লাখ ৩৮ হাজার ৪ টাকা।
প্রতারকরা একটি টেলিগ্রাম অ্যাপে বার্তা পাঠিয়ে প্রথমে অনলাইন ভিত্তিক “ইডেন রিয়্যালিটি কোম্পানিতে” চাকরির প্রলোভন দেখায়। বলা হয়, নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে তার দ্বিগুণ মুনাফা মিলবে। প্রথমে ৮,০০০ টাকা পাঠিয়ে শুরু হয় লেনদেন। একপর্যায়ে টাকা জমা বাড়তেই থাকে এবং শেষে তাঁকে ভুক্তভোগী করে ফেলে প্রতারকরা।
প্রতারকরা বার্তা পাঠানোর পর ভুক্তভোগীকে তাদের পরিচালিত টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে বিভিন্ন লোভনীয় অফার দেখায় এবং শেষপর্যন্ত অ্যাপস বন্ধ করে গা ঢাকা দেয়।
পুলিশের টানা তদন্ত ও অভিযান
ফারিয়া ইয়াসমিন বাদী হয়ে বাগমারা থানায় একাধিক আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করলে বিষয়টির তদন্তে দায়িত্ব পান এসআই শিহাব উদ্দিন। ধারাবাহিক অনুসন্ধান শেষে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- মামুন হোসাইন (২২) – কুড়িগ্রাম, চিলমারী
- রহমত হোসাইন (৩৮) – সাতক্ষীরা, শ্যামনগর
- নাসিম ঢালী – খুলনা, দাকোপ
- নাজমুস সাকিব – খুলনা, বটিয়াঘাটা
- আরিফুর রহমান – ঢাকা, তুরাগ
রিমান্ডে নেয়া, আরও জড়িতদের খোঁজে পুলিশ
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান,
“গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও টাকা উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।”