আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সালাউদ্দিন (৪৭)। তিনি মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষিপুর মাতাব্বর বাড়ির বাসিন্দা, পিতা হাসেম মাতাব্বর।
সোমবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাত পৌনে ৯টার দিকে তাকে আটক করে। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার সঙ্গীয় ফোর্স।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।