দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি এলাকার মাহবুবুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (২৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট সুজার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে তল্লাশিচৌকি পরিচালনা করছিল। ওই সময় ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩ নম্বরের একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে পিকআপে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তুলাভর্তি বস্তার মধ্যে একটি ছোট প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতরে নীল পলিথিনে মোড়ানো ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ দুজনকে গ্রেফতার এবং পিকআপটি জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”