ফরিদপুর, বোয়ালমারী:
এক প্রবাসীর স্ত্রীকে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারীতে এক তহশিল অফিস কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত কর্মচারী হাফিজুর রহমান এসময় তার কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ও প্রায় আট লাখ টাকার স্বর্ণালংকারও নিয়ে যান।
জানা যায়, প্রবাসে থাকা স্বামীর হয়ে ভূমি উন্নয়ন কর দিতে গেলে ওই নারী স্থানীয় গুনবহা ইউনিয়ন তহশিল অফিসে যান। সেখানে অফিস সহকারী হাফিজুর রহমান কাগজপত্রে অসংগতি দেখিয়ে তাকে বারবার অফিসে আসতে বলেন এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলেন। পরে তার শিশুপুত্রকে অপহরণের হুমকি দিয়ে গত ১০ জুলাই তাকে নিজ গ্রামে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় যাতে সে কারো সঙ্গে যোগাযোগ করতে না পারে। পরবর্তীতে একটি বিয়ের কাবিননামা তৈরি করা হয়, যেখানে বিয়ের তারিখ জাল করে পেছনে দেওয়া হয় এবং তার প্রথম স্ত্রী-সন্তানের তথ্য গোপন রাখা হয়।
ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বোয়ালমারী থানার এসআই মাহমুদ হোসেন জানান, অভিযুক্ত হাফিজুর রহমানকে একাধিকবার থানায় ডাকা হলেও তিনি হাজির হননি। এ বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, বিষয়টি জানতে পেরে হাফিজুরকে সতর্কিকরণ নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীও আইনানুগ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
অভিযুক্ত হাফিজুর রহমান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ওই নারীকে স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই।