নালিতাবাড়ী, শেরপুর :
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকায় র্যাব-১৪-এর অভিযানে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নি গ্রামের কাছে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী পিকআপটি দ্রুত পালানোর চেষ্টা করে। র্যাবের ধাওয়া খেয়ে কিছুক্ষণ পর মাদক কারবারিরা পিকআপটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে পিকআপের ভেতর থেকে ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত গাড়িটি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং পলাতকদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।