মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি অটোরিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৬ মে) র্যাব-৫ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২)।
শনিবার (১৭ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, মোহনপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অটোরিকশা ব্যবহার করে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এরপর অভিযান চালিয়ে দুইজনকে একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় অটোর চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।