সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি’র ছাত্রসংগঠন) এর দুই নেতার উপর দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে তারা গুরুতর আহত হন।
আহতরা হলেন,মৌলভীবাজার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নেতা সাব্বির আহমেদ কোরেশী।
আহত তানিম হামজা জানান,রোববার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর পাশে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
ছাত্রদল নেতাদের অভিযোগ,হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলাটি চালায়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন; “এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান,“আমরা বিষয়টি জানতে পেরেছি। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, এ ধরনের রাজনৈতিক হামলা মৌলভীবাজারের ছাত্র রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে,যা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।