জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখেন শহীদ সালাম-বরকত হলের কয়েকজন শিক্ষার্থী।
ঘটনা শুরু হয়, যখন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান (হিরন) নীলাচল পরিবহনের একটি বাসে উঠে মানিকগঞ্জের উথুলী এলাকায় যাওয়ার জন্য। তিনি ১২০ টাকার পরিবর্তে হাফ ভাড়া ৬০ টাকা দিতে চাইলে বাসের সহকারী ১০০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে কামরুল পুরো ভাড়া দিয়ে বাস থেকে নামেন।
কামরুলের অভিযোগ, বাসের সহকারী তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন, যার কারণে তিনি শিক্ষার্থীদের নিয়ে বাসগুলো আটকে রাখেন। এ ঘটনার পর, বাসের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে রাত সাড়ে ৯টার দিকে বাসগুলো ছেড়ে দেন।
কিন্তু, একাধিক সূত্র থেকে জানা গেছে, বাস আটকে রাখার পর নীলাচল পরিবহনের চেকার মো. ফয়সাল এবং বাসের কিছু প্রতিনিধিরা ক্যাম্পাসে এসে ১৬ হাজার টাকা সংগ্রহ করেন। তারা দাবি করেন, এই টাকা শিক্ষার্থীদের দিয়ে সমস্যাটি সমাধান করা হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চেকার ফয়সাল এবং ছাত্রদলের নেতা নবীনুর রহমানের সঙ্গে কথা বলার পর বাসের প্রতিনিধিরা ক্যাম্পাস থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে। তিনি আরও বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।