সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে শেরপুর আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ চাঁন মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানে আরও দুইজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শেরপুরের জামেয়াতুল ফালাহ মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মোঃ চাঁন মিয়া ও তার লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজনদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে নিরাপত্তা বাহিনীর টহলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।