বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের মো. আনিস বিশ্বাসকে (৩৫) মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে আটক করা হয়। তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে যৌথ বাহিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আনিসকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আনিস বিশ্বাস দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ এবং ডাকাতি করে আসছিল।তার নামে ৩ টি ডাকাতি মামলা সহ একাধিক মাদক ও চুরি মামলা চলমান রয়েছে। এলাকায় মাদক এবং ডাকাতির একটি বড় চক্রের সাথে সে জড়িত।
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বোয়ালমারী থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ডাকাত আনিসকে গ্রেফতার করেন যৌথ বাহিনী। তার নামে ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে আটকের ঘটনায় মাদক মামলা হয়েছে। বুধবার আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।