রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি – কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিকভাবে প্রবেশের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়াকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (৭ মে) দিবাগত রাতে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং জিনারাই গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বারও।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেদ মিয়া বুধবার রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়রা টের পায় এবং তাকে ঘিরে ফেলে। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ইউনিয়ন যুবলীগ সভাপতির এমন কর্মকাণ্ডে আমরা হতবাক।”
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযুক্ত সাহেদ মিয়াকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।