হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির চেষ্টা কালে জনতার সহায়তায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১২ টায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুরমা চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকা থেকে জনতার সহায়তায় মো: আকাশ মিয়া (২০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেন।
সে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৮ টার দিকে উপজেলার সুরমা চা বাগানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত।
এসময় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি টহল দল ডাকাতদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ডাকাতরা চা বাগানের অন্য একটি জায়গায় আবারও ডাকাতির চেষ্টা চালায়।
এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সুরমা চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকায় জনতার হাতে এক ডাকাত আটক হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।