সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া “Suzuki Gixxer SF” মোটরসাইকেল উদ্ধারসহ তিনজন চোর গ্রেফতার হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান;’ গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ এলাকায় শৈলেন্দ্র কান্তি দাশের বাড়ির গেটের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন,তারপর আমার তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ টিম সিলেটের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. কামিল আহমদকে (৩৫) গ্রেফতার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গলের শাহীবাগ এলাকা থেকে ছালাম মিয়া (২৩) এবং আশিদ্রোন এলাকা থেকে মো. সুমন আহমদ (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।