শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৫-৬ জন দুর্বৃত্ত এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
শনিবার (৫ জুলাই) ভোর রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মধুসূধন কর্মকার, তার স্ত্রী সরস্বতী রানী কর্মকার ও তার ভাই স্কুলশিক্ষক মহাদেব কর্মকার। তাদের সবাইকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি যেভাবে ঘটেছে
ভুক্তভোগী মধুসূধন কর্মকার জানান, রাত ১১টার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি ও তার স্ত্রী। রাত ১টার দিকে বারান্দার গেট থেকে শব্দ পেয়ে বাইরে বের হলে ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত লোহার রড ও ছুরি দিয়ে তাকে আঘাত করে। স্ত্রী সরস্বতী রানী কর্মকার তাকে বাঁচাতে গেলে তাকেও মারাত্মকভাবে আঘাত করে দুর্বৃত্তরা।
পরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের শোকেস ভেঙে ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ২২ হাজার টাকা লুট করে নেয়।
অন্য সদস্যের বর্ণনা
মধুসূধনের ভাই মহাদেব কর্মকার জানান, চিৎকার শুনে বারান্দায় এলে তাকেও ঘিরে ফেলে দুর্বৃত্তরা। ঘরে ঢুকতে বাধা দিলে তারা তার হাতে, কানে, কপালে ও গলায় ছুরিকাঘাত করে। পরে গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পুলিশের অভিযান
খবর পেয়ে রাত আড়াইটার দিকে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মানিব্যাগ ও এক জোড়া চটি জুতা উদ্ধার করেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিনি ছুটিতে থাকলেও পুলিশ ঘটনা তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।