সিলেট ব্যুরো:
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে জমি সংক্রান্ত ঝগড়ার জেরে ফুফাতো ভাই সাইদ আহমদের হাতে মামাতো ভাই ফাহিম আহমদ (২৩) চুরিকাঘাতে খুন হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘট।
নিহত ফাহিম আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের মৌওলানা আব্দুল হালিমের পুত্র।
জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এসময় ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর আহত হন ফাহিম। তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে তিনি মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বে ফাহিম আহমদ নিহত হয়েছেন।