নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মামাকে হত্যার দায়ে করা মামলার আসামী ভাগ্নে মাজাহারুল ইসলাম (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত মাজাহারুল ইসলাম উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, “মা মাজেদা বেগমের সঙ্গে প্রায় সময় ঝগড়া বিবাদ করতেন মাজহারুল ও তার স্ত্রী শারমিন আক্তার। গত ৪ ফেব্রুয়ারি সকালে তাদের মধ্যে ঝগড়া হয়।এতে মাজাহারুলের মা অতিষ্ঠ হয়ে ভাই কাঞ্চন মিয়াকে জানান। ঘটনা শোনে ওই দিনই দুপুরে বোনের বাড়িতে আসেন কাঞ্চন মিয়া। পরে ঝগড়ার বিষয় নিয়ে ভাগ্নে ও ভাগ্নে বউয়ের সঙ্গে কাঞ্চনের বাক-বিতণ্ডা শুরু হয়। এ সময় মাজহারুল ও শারমিন মিলে কাঞ্চনকে মারপিট করে গুরুতর আহত করেন। স্থানীয়রা কাঞ্চনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন বিকাল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মানিক মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন।
ওসি জানান, ঘটনার পর থেকে মাজহারুল ও তার স্ত্রী পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাজহারুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার নরসিংদীর পাঁচদোনা চৈতাবাতে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।আজ মাজহারুলকে নেত্রকোণা আদালতের পাঠানো হয়েছে।
নুরুল হক রুনু