র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) গাইবান্ধার সদর উপজেলার কামারজানী বাজার এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি মো. সফিউল ইসলাম (৪০)-কে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, ভিকটিম খোকন গত ১৩ মে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-৪৩/৮০৪, তারিখ: ১৫/০৮/২০২৩)।
হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরে আসামি পলাতক ছিলেন। র্যাব-১৩ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়িয়ে শেষ পর্যন্ত সফিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, এবং মাদকবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।