সদরপুর (ফরিদপুর) উপজেলা প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযানে হেরোইন,গাঁজা,ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
১১ মে (রবিবার) সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে এদের কে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরে পুত্র রুবেল মাতুব্বর(৩৬), সতের রশি গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আরিফ হোসেন (৩৮), সাড়ে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেশব চন্দ্র দাস(৩৫)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছিল।
সোমবার দুপুর ১২ টায় অফিসার ইনচার্জ নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, গত ২৪ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে হেরোইন,গাঁজা,ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় বিভিন্ন মাদকসেবীদের সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন-১৯৯০ এর ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন সদরপুরে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোঃ শেখ ছোবাহান
সদরপুর উপজেলা প্রতিনিধি