মো: গোলাম কিবরিয়া, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহভাজন হিসেবে আটক করার পর পুলিশের হাতে তুলে দিলে বেরিয়ে আসে বিস্ফোরক ও অস্ত্র থাকার বিষয়টি।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে জাহানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনের জমি বিরোধ নিয়ে সালিশ চলছিল। সেই সময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন যুবক। এতে এলাকাবাসী তাদের চ্যালেঞ্জ করে এবং তল্লাশি চালায়।
তল্লাশিতে দুইজনের একজনের স্কুলব্যাগে পাওয়া যায় ককটেল জাতীয় বিস্ফোরক। অন্যদের কাছেও মেলে দেশীয় অস্ত্র। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, আটককৃতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজন হলেন আলিফ হোসেন (১৯), পিতা কামাল হোসেন, গ্রামের বাড়ি মৌগাছি ইউপির চাঁদপুর ল পাড়া। অপরজন মারুফ মোর্তজা (২৭), পিতা বেলাল হোসেন, বাড়ি নওহাটা শ্রীপুর, পবা আরএমপি থানা এলাকায়।
ওসি আরও জানান, আলিফের স্কুল ব্যাগে পাওয়া ককটেলগুলোর প্রকৃত অবস্থা নির্ধারণে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে বোমা নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে। অস্ত্র ও বিস্ফোরক বহনের অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অধিকতর তদন্তের জন্য আটক ব্যক্তিদের রিমান্ড চেয়ে আদালতে তোলা হতে পারে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।