মো আমিরুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ২ মার্চ দিবাগত-রাতে মোঃ বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনার খবর পাওয়ার যায়। খবর পাওয়া সাথে সাথে আমরা বিভিন্ন ফোর্স ও স্থানীয়দের সহযোগিতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জন কে আটক করা হয়।
আটককৃত হলেন আনন্ত নগর থেকে আসা ডাকাত দলের সদস্য পালানু শাহাপুর এলাকার মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ আয়নাল হক (৪০), মকিমপুর মধ্যপাড়া এলাকার মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮), আজমপুর ফকির পাড়া এলাকার মৃত বাদশা ফকির এর ছেলে মোঃ হাসানুর (৪১), শঠিবাড়ি হরিপুর এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২) তাদের সর্ব জেলা রংপুর। এবং দিনাজপুর মিজার্পুর এলাকার মৃত রিয়াজ উদ্দীন এর ছেলে মোঃ তহিদুল ইসলাম (৪০)।
এ বিষয়ে পঞ্চগড়, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের নিয়ে ৩ মার্চ পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস বিফিং এ বলেন, আমরা বিভিন্ন টিম সহ অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, সেই সাথে ব্যবহারকৃত অস্ত্র লোহার রড,রশি,গাছের ডাল জব্দ করা হয়।
এ ছাড়া ও নগদ অর্থ ১২ হাজার ৫০০শ টাকা,৬টি বাটান মোবাইল, স্বর্নলাংকার ও নীল হলুদ রংঙের ছয় চাকার একটি ট্রাক যার (রেজি নং ২৩_১৪২৩) জব্দ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে স্থানীয় কেউ না কেউ তাদের সাথে জরিত রয়েছে।আসামীরা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।তবে আসামীদের কে জিজ্ঞাবাদ চলমান রয়েছে।