সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্য কে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্বতারাপাশা মাঠে আজ সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয় এ সভা। গাজী মো. মাসুদ ও মো. মোস্তফার সঞ্চালনায় এবং আজিজুর রহমান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভার প্রধান বক্তা সাবেক কাউন্সিলর আনোয়ার করিম খান নান্নু, প্র্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে থানার কর্মকর্তা মো. লিটন মিয়া, ৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে অচিরেই চিরুনী অভিযান পরিচালনা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের ব্যাপারে কোন ছাড়নয়, মাদকসেবী ও মাদক বিক্রেতার প্রশ্নে কোন তদবির সুপারিশ চলবে না। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলে প্রত্যেক পরিবার, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। সেই সাথে আপনাদের সহযোগিতাও কাম্য, সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে। আপনারা আমাদের পাশে থাকলে মাদক ব্যবসায়ী, সেবনকারী যেই হোক না কেন একশো হাত নিচে থাকলেও তাদের উঠিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সভায় বক্তারা অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। মাদকের জন্য পরিবারসহ এলাকাবাসী সকলেই অতিষ্ঠ এ থেকে পরিত্রান পাওয়ার জন্য আইন শৃঙ্থলাবাহিনী সহ সকলকে একত্রে কাজ করার আহবান জানানো হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মাস্টার, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, সাবেক সেনা কর্মকর্তা এটিএম মোস্তফা , দেলোয়ার হোসেন দুলাল, আনিসুর রহমান সোহেল, ইকরামুর রহমান ইকরাম, নাজমুল ইসলাম, মোবাশ্বির প্রমূখ।
এসময় স্থানীয় ও শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।