উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের নড়াগাতী থানার পুলিশ দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (২৮ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের গৌরিপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের মো. ওলিয়ার শেখের ছেলে মো. হাসিব শেখ (৩২) এবং পার মল্লিকপুর গ্রামের মৃত মোকছেদ মৃধার ছেলে ইকরাম মৃধা (৫০)।
অভিযান পরিচালনা করেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম. তারেক ও এএসআই (নিঃ) মো. মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশে জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।