বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ব্যবসায়িক লেনদেনের বিতর্ককে কেন্দ্র করে মোঃ সুরুজ গাজী ( ৩৫) নামে এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
২/৩/২০২৫ ইং রবিবার রাত ৮ টার দিকে কাউনিয়ার হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পিতার নাম কাঞ্চন গাজী। এ ঘটনায় নয়ন গাজী নামে এক জন আহত হয়েছেন।
বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাজমুল নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্হানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর সুরুজ গাজীর মৃত্যু হয়।