নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের দাফাইল গ্রামে বিশেষ অভিযানে তিনটি তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন নওগাঁ অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনস্থ বিএ নম্বর ১০৩৫৯ মেজর তাওহিদুল ইসলাম। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল বাকী পাভেল নামের এক ব্যক্তির ক্যাটেল ফার্মে অভিযান চালিয়ে ৩টি তাজা ককটেল, ১টি হাঁসুয়া ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
অভিযুক্ত পাভেল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানানো হয়। মেজর তাওহিদুল ইসলাম বলেন, “সন্ত্রাস ও অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর সর্বোচ্চ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল ও অস্ত্র নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তারা সর্বদা প্রস্তুত।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ঘটনাটি তদন্ত করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।