কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে ভাই ভাই ষ্টোর থেকে বিদেশী সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ৯ টায় কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে ভাই ভাই ষ্টোর দোকান থেকে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার বিদেশী সিগারেট জব্দসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মোঃ রাহী (১৯) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেট এর বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী দেশ ভারত হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উক্ত সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে নিয়া আসিয়া আশপাশ এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসতেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রবণতা
- বাউফলে নদীভাঙন কবলিত এলাকায় বিএনপির পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
- মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
- সাতক্ষীরায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরায় জলাবদ্ধতায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মুখে, পরীক্ষায় চরম ভোগান্তি
- ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
- লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ফের বন্যার আশংঙ্কা!
- মরণফাঁদে বাগআঁচড়া-কায়বা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
- ইবির নীলফামারী জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রাউফুল্লাহ-মঞ্জুরুল