সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহল ১ এবং ২ এর জন্য সিডিউল ক্রয় করতে এসে জাকির হোসেন ডালিম নামে এক ব্যবসায়ীকে মোস্তাক, নাছিরের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিডিউল ক্রয়ের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে বালু মহল সিডিউল বাগিয়ে নেওয়ার পায়ঁতারা করছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১১টায় টায় লাইসেন্স ধারী মূলধারার সুনামধন্য ব্যবসায়ী জাকির হোসেন
ডালিম সিডিউল ক্রয় করতে সুনামগঞ্জ আসলে মোস্তাক ও নাছিরের নেতৃত্বে বেশ কয়েকজন
ডালিমকে তুলে নিয়ে আটকে রাখে। এর মধ্য দিয়ে টেন্ডার কাজকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে
করছে সচেতন মহল। পরবর্তীতে তারা ডালিমকে সদর থানায় হস্তান্তর করে।
জানাযায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বালু মহাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে মোস্তাক
গংরা। কিছু অসাধু ব্যাবসায়ী রাজনৈতিক নেতা তাঁরা চাচ্ছেন ২০ তারিখ সিডিউল জমা
দেওয়ার শেষদিন বিনা প্রতিদ্বন্ধীতায় বালু মহল সিডিউল বাগিয়ে নেওয়া জন্য এই কাজটি করা
হচ্ছে।
এ বিষয়ে ব্যবসায়ী সমাজ সঠিক, সুন্দর, বিতর্কবিহীন সিডিউল বিক্রির দাবি জানিয়েছেন। যেন যারা সিডিউল ক্রয় করতে আগ্রহী সবাই যেন নিরাপদে সিডিউল ক্রয় করে জমাদান করতে পারেন।
এদিকে ব্যবসায়ী জাকির হোসেন ডালিম সদর মডেল থানায় আটক থাকায় তার ফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ডালিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্থব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনের সাথে ও মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।