অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজার থেকে মাদক কারবারি শিমুলকে ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে (২৮) ১৫২ পিচ ইয়াবাসহআটক করেছে সেনাবাহিনী। শিমুল উপজেলার রাখালিয়া গ্রামের আইনউদ্দিন বেপারী বাড়ীর মনুহারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে (১০ এপ্রিল) দুপুরে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রসেনাবাহিনী জানতে পারে রায়পুর থানাধীন রাখালিয়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। মাদকদ্রব্য উদ্ধারে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে শিমুল নামের একজনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
জিজ্ঞাসাবাদে প্রথমে আটক ব্যক্তি মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শিমুল জানান, রায়পুর থানা এলাকা ও রাখালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক এনে রায়পুরসহ রাখালিয়ার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয় করেন তিনি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।