নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে র্যাব ১৩ বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১২ এপ্রিল) দুপুরে এক লাখ ভারতীয় জাল রুপি সহ হোসেন(৪০) নামে ১ জনকে আটক করা হয়েছে।
আটক হওয়া হোসেন আলী পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার মাঝাটলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।
পুলিশ ও স্থানীয় সুত্রে যানাযায়, শনিবার দুপুর দেড় টায় নেকমরদ কলেজ মোড় গন্ডগ্রাম এলাকা থেকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় রুপিসহ হোসেন আলী কে আটক করে। পরে র্যাব তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা আরশেদুল হক আরো বলেন,আটক হোসেন আলীর নামে রাণীশংকৈল থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-ক(খ) মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ৮। আসামী হোসেন আলী কে আগামীকাল ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হবে।