চাইথোয়াইমং মারমা, রাঙ্গামাটি :
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া বান্দরবান মূল সড়কের বাঙ্গালহালিয়া খ্যাংদং পাড়া সংলগ্ন নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্রের ফলকের সামনে পাকা মূল রাস্তার উপর থেকে সিএনজিতে অভিযান চালিয়ে ১০৫লিটার চোলাই মদ উদ্ধার ও মদ বহনকারী একটি সিএনজিসহ দুই মাদক কারবার ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
রবিবার ( ২৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নন্দ বংশ ভাবনা কেন্দ্রের পাশ থেকে বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনার উদ্যােশে যাওয়ার পথে সিএনজি একটি সহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনা থানার এস আই রবিউল আমিন, এস আই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্স সহ অভিযানে তাদের কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার মো. মনিরের ছেলে হাসান, একই এলাকার সামশুল আলমের দিদারুল আলম উভয়ের বাড়ী পূর্ব চরনদ্বীপ,ঘাটিয়াল পাগা আকবার আলী চৌধুরী জামে মসজিদ ৯ নং ওয়ার্ড চট্রগ্রাম জেলার বোয়ালখালি এলাকায় বলে জানা যায় ।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহাজান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানের সময় সিএনজি তল্লাশি চালিয়ে মোট ১০৫ লিটার চোলাই মদ, বহনকারী একটি সিএনজি সহ দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহার করা গাড়ি টি জব্দ করা হয়েছে।আটক কৃতদের রাঙ্গামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি গণমাধ্যম কে জানান।