সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে পারিবারিক কলহের জেরে উজ্জ্বল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে,’ উজ্জ্বল বিশ্বাস পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তার স্ত্রী দিপনা রাণীর সঙ্গে ছোট ভাই জন্টু বিশ্বাসের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল বিষয়টি টের পেলে দুজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করে’।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় উজ্জ্বলকে মাফলার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে হত্যার প্রমাণ লুকাতে তার মরদেহ বাড়ি থেকে কিছু দূরে ফেলে দেওয়া হয়।
পরে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা সুবোধ বিশ্বাস থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।