সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের আদাবারিয়া ইউনিয়নে ডাকাতির সময়ে স্থানীয় জনগনের হাতে গণপিটুনিতে নিহত ১ জন, আহত ১ জন। রবিবার (২৪ আগস্ট) আদাবারিয়া ৩ নং ওয়াড কাশিপুর মোঃখলিল হাওলাদার বাড়ি সেনা সদস্য মোঃ ইউসুফ হাওলাদার বাসায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র যানা যায় ইউসুফ হাওলাদারের ঘরে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে সোনা গহনা নিয়ে যাওয়ার সময়ে ডাক চিক্কার দিলে স্থানীয় জনগনের হাতে গণপিটুনিতে মজিবর নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে এবং মোঃরাজিব নামের একজন আহত আবস্থায় পুলিশ হেফাজতে বাউফল হাসপাতালে চিকিৎসারত আছেন।
চিকিৎসারত ডাকাত মোঃ রাজিব স্থানীয় সাংবাদিকদেরকে বলেন তার বাড়ি পটুয়াখালীর মির্জাগন্জ উপজেলায় এবং মৃত্যু মজিবরের বাড়ি বাউফলে ও তাদের সাথে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের একজন জন সেখান থেকে পালিয়ে যায়।
বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম পুলিশ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।