জেলা প্রতিনিধি নওগাঁঃ-
আজ শনিবার ১২ এপ্রিল নওগাঁ জেলার পুলিশ সুপার মোহম্মাদ সাফিউল সারোয়ার বি পি এম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল নিয়োগে প্রতারনার অভিযোগে গ্রেফতারকৃতদের বিষয়ে এক প্রেস ব্রিফিংগে বলেন । দেশব্যাপী নওগাঁতেও চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের এমন ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ ।
নওগাঁ জেলার ডিবির একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গতরাতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় । তাদের মধ্যে একজন হলেন চাকুরীরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২), পিতা- মৃত সেকান্দার মন্ডল ও অন্য একজন হলেন মো: খায়রুল সরকার (৩০), পিতা- মো: সিরাজুল সরকার, উভয় সাং-কোলা হুদ্রাকুড়ী, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। খায়রুল সরকার নিজেকে বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন । নওগাঁ ডি বি পুলিশ জানান যে, মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন । এবং খায়রুল ছিল তার সহযোগী ।
নওগাঁ জেলায় উভয়ে পরস্পর যোগসাজসে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন । তাদের নিকট থেকে ০৩ টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত ০৩ টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ০৬ টি ফাঁকা ব্যাংক চেক ও স্বাক্ষরিত ০৯ টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয় । চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে মর্মে নওগাঁ জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে আবারো নিশ্চিত করেন । টিআরসি নিয়োগ সংক্রান্তে কোন ধরণের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এই আহবানে নওগাঁ জেলার ডি বি পুলিশ বিভিন্ন দিকে অভিযান চালিয়ে এই দুই প্রতারক চক্রকে গ্রেফতার করে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান